ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২১ ২২:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ৬১০ বার
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে রাজধানীতে গির্জাগুলোয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার বড়দিন উদযাপন করা হবে। এই উপলক্ষে গির্জায় প্রবেশ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপি সূত্র জানায়, গির্জাগুলোয় থাকবে ডিবি (গোয়েন্দা) পুলিশ। গির্জাসহ অনুষ্ঠানস্থলের আশপাশে ইভটিজিং প্রতিরোধে বিশেষ নজরদারি দেয়া হবে।
করোনা সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মানতে প্রতিটি গির্জায় নির্দেশনা পাঠানো হয়েছে। এবারের ক্রাইম কনফারেন্সেও এর ওপর গুরুত্ব দিয়ে কর্মকর্তাদের সুনির্দিষ্ট নিরাপত্তা নির্দেশনা দেয়া হয়েছে।
এ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, বড়দিনে গির্জাগুলোয় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আর্চওয়ে বসানো হয়েছে। সেখানে তল্লাশি করা হবে। তল্লাশির মধ্য দিয়েই গির্জায় প্রবেশ করতে হবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা শাখা) এ কে এম হাফিজ আক্তার বলেন, গির্জা এলাকায় নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে আমাদের গোয়েন্দা শাখার সদস্যদের মোতায়েন করা হয়েছে।