ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২২ ১২:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৭৯ বার
পৃথিবীর মহাবিস্ময়কর ও সর্বাধিক পঠিত গ্রন্থ আল-কুরআন। মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আল্লাহ তায়ালা আল-কুরআন নাজিল করেছেন। মানুষের বাস্তব জীবনের সব সমস্যার সমাধান রয়েছে আল-কুরআনে। কুরআন থেকে হেদায়াত লাভ করতে হলে, জীবন সমস্যার সমাধান পেতে হলে কুরআনকে অবশ্যই বুঝে পড়তে হবে। মানব সন্তান যদি আল-কুরআন পড়ে, তাতে কী বলা হয়েছে তা সঠিকভাবে বুঝতে পারে তাহলে তা মেনে চলা ও উপদেশ গ্রহণ করার মাধ্যমে বাস্তব জীবনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে পারবে।
মহাগ্রন্থ আল-কুরআনে নাজিলকৃত প্রথম আয়াতেই আল্লাহ তায়ালা পড়ার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘পড়ো তোমার প্রভূর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।’ (সূরা আলাক-১) এ জন্য মানবজীবনে সাফল্য অর্জন করার জন্য কুরআন পাঠের বিকল্প কোনো গ্রন্থ পৃথিবীতে নেই।