ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রোজা রাখতে পারেন অনেক হৃদরোগী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২২ ০৪:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৯৫ বার


রোজা রাখতে পারেন অনেক হৃদরোগী

গুরুতর সমস্যা। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, হৃদরোগের কারণে প্রতি বছর এক কোটি ৭৯ লাখ মানুষ মারা যায়, যা মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশ। এটি প্রায়ই ৪৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের আক্রান্ত করে। ৪৫-৫৯ বছর বয়সের মধ্যে পুরুষরা আক্রান্ত হন বেশি। ৬৯ বছর বয়সের পরে মহিলাদের মধ্যে এ রোগে মৃত্যুর হার বেশি।

রমজানে হৃদরোগীরা রোজা রাখতে পারবে কি পারবে না এ সংক্রান্ত একটি গবেষণা ব্রিটিশ মেডিক্যাল জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাতে দেখানো হয়েছে মৃদু থেকে মাঝারি ধরনের হার্ট ডিজিজের রোগীরা অনায়াসে রোজা রাখতে পারেন যদি তাদের ওষুধ এবং ক্লিনিক্যাল অবস্থা অনুমতি দেয়। সে ক্ষেত্রে এ রোজা তাদের জন্য উপকার বয়ে আনে। তবে তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিয়েই রোজা রাখা উচিত। কারণ কোনটা ঝুঁকিপূর্ণ আর কোনটি ঝুঁকিপূর্ণ নয় তা কেবল চিকিৎসকই বলতে পারেন। ‘উচ্চ’ বা ‘খুব বেশি ঝুঁকিপূর্ণ’ গোষ্ঠীর রোজা রাখা উচিত নয় স্বাস্থ্যগত কারণেই।


   আরও সংবাদ