ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ মে, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৩৫ বার
পরস্পরের প্রতি ভালোবাসা মানুষের স্বভাবজাত বিষয়। আমরা নিত্যপ্রয়োজনে একজন আরেকজনকে ভালোবেসে থাকি। কিন্তু একজন মুমিন কখনো এই ভালোবাসার ক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না। সে সবাইকে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্যই ভালোবাসবে। কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো স্বার্থ ব্যতীত কোনো মুসলিমের অন্য মুসলিম ভাইকে ভালোবাসা একটি বড় ইবাদত। আর উলামায়ে কেরামের মতে, এটা অবশ্যই হতে হবে ইসলামী শরিয়তসম্মত ভালোবাসা।