ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নবীদের প্রতি গালমন্দ : মুসলমানদের কর্তব্য

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ জুন, ২০২২ ০৮:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৪৩ বার


নবীদের প্রতি গালমন্দ : মুসলমানদের কর্তব্য

 

নবী করীম সা:কে যারা ঠাট্টা-বিদ্রুপ করে তাদের ব্যাপারে মুসলমানদের কী কর্তব্য সে প্রসঙ্গে ইসলাম ওয়েভের এক ফতোয়ায় বলা হয়, প্রত্যেক মুসলমানেরই জানা উচিত যুগে যুগে ধর্মের যে অবমাননা ও রাসূলের প্রতি যে ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছে, তা এমন এক পরীা যা মুসলমানদেরকে ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করতে হবে।

ইমাম মুসলিম তার সাহী মুসলিমে ছুহাইব রুমী থেকে বর্ণনা করেছেন, রাসূল সা: সালাম বলেছেন, ‘মুমিনের বিষয়টি আশ্চর্যজনক। তার সব ব্যাপারে তার কল্যাণ থাকে। তা শুধু মুমিনরাই অর্জন করতে পারে। তার যদি সুসংবাদ বা সুদিন আসে তখন সে শুকরিয়া আদায় করে, ফলে তার জন্য তা কল্যাণকর হয়। আর যদি তার ওপর দুর্দিন বা বিপদ আসে তখনো সে ধৈর্য ধারণ করে, তখনো তা তার জন্য কল্যাণকর হয়।’

 


   আরও সংবাদ