ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হজ ফ্লাইট শেষ গেছেন ৬০ হাজার হজযাত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ জুলাই, ২০২২ ০৮:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৫০ বার


হজ ফ্লাইট শেষ গেছেন ৬০ হাজার হজযাত্রী

আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। বাংলাদেশ থেকে ইতোমধ্যে হজ ফ্লাইট শেষ হয়েছে। তারপরও হজে পাঠানোর কথা বলে কয়েকটি বেসরকারি এজেন্সির প্রতারণা অব্যাহত রয়েছে। হজে নেয়ার কথা বলে প্রায় তিন শতাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে কয়েকটি এজেন্সি।

জানা যায়, বাংলাদেশ থেকে গতকাল হজের শেষ ফ্লাইট গেছে। এ বছর মোট ৬০ হাজার হজযাত্রীর সাথে আরো ১১৯ জন গেছেন সহায়তাকারী হিসেবে। এসব হাজযাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬১ জন, সৌদি এয়ারলাইন্সের ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৪ জন ও ফ্লাইনাস এয়ারের ১৪টি ফ্লাইটে পাঁচ হাজার ৮৬৪ জন সৌদি আরব গমন করেছেন। তিনটি এয়ারলাইন্সের ফ্লাইটের সংখ্যা ১৬৪টি। কিন্তু দেশে হজ ফ্লাইট শেষ হলেও শেষ সময়ে এসে কয়েকটি এজেন্সি ধর্মপ্রাণ মুসলমানদের হজে পাঠানোর আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আরবি ট্যুরস, মারিয়া ও আল হেলাল এজেন্সি নামে তিনটি এজেন্সির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এর মধ্যে প্রথম দু’টি এজেন্সির লাইসেন্স থাকলেও আল হেলাল এজেন্সির কোনো লাইসেন্স নেই। এ তিনটি এজেন্সি তিন শতাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাদের নানা উপায়ে হজে পাঠানোর চেষ্টা করে। সর্বশেষ তারা ভিসা করার জন্য ৪ জুলাই ধর্মমন্ত্রণালয়েও চেষ্টা করে। কিন্তু কোটা শেষ হয়ে যাওয়ার কারণে তারা তা করতে পারেনি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রতারণার বিষয়টি তুলে ধরে তদন্ত সাপেক্ষে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিজিএফআইসহ আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বারবার সতর্ক করার পরও প্রায় ৩০০ (এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী) হজযাত্রীর সাথে প্রতারণার উদ্দেশ্যে একটি অসাধু চক্র, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনিবন্ধিত বেনামি এজেন্সি (আল হেলাল এজেন্সি) এবং নিবন্ধিত এজেন্সি মারিয়া, আরবি ট্যুরস হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন না করেও হজে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন উপায়ে ভিসা সংগ্রহের জন্য অপতৎপরতা চালিয়েছেন, যা মোটেও কাম্য নয়। চিঠিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি পর্যায়ের সব কোটা পরিপূর্ণ হওয়ার পরও কিছু অসাধু চক্রের এমন অপতৎপরতা সুষ্ঠু হজ ব্যবস্থাপনা ও সরকারের ভাবমর্যাদার জন্য হানিকর।


   আরও সংবাদ