ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পানি পান করার সাত সুন্নত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ অগাস্ট, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪০৭ বার


পানি পান করার সাত সুন্নত

পানির মূল্য জীবনের জন্য কম নয়। মৌলিকভাবে পৃথিবীর সব কিছুই পানির ওপর নির্ভরশীল। সে জন্য পানিকে বলা হয় সব প্রাণের উৎস। সৃষ্টিকর্তার এই অপরূপ ও অপার নিয়ামত, শুধু দেহের পিপাসাই নিবারণ করে না, এটি ব্যবহৃত হয় সৃষ্টির নানাবিধ কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে এবং পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষায় রাখে অনস্বীকার্য অবদান।

রাসূলুল্লাহ সা: পানি পান করার সময় কিছু নিয়ম অনুসরণ করতেন। যা উম্মতের জন্য পালনীয়। ফলে একদিকে যেমন রাসূলুল্লাহ সা:-এর অনুসরণ হবে, অপর দিকে মহান আল্লাহর নিয়ামতের যথাযথ হক আদায় হবে।

পানি পান করার সময় রাসূলুল্লাহ সা:-এর সুন্নত :
১. পানির পাত্র ব্যবহার করা : রাসূল সা: মশকের মুখে মুখ লাগিয়ে পান করতে বারণ করেছেন (রিয়াদুস সালেহিন-৭৬৭)।

২. পরিষ্কার পাত্রে পানি পান করা : রাসূল সা: এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, রাতের বেলা পানপাত্র আন্দোলিত না করে (পরিষ্কার না করে) পানি পান করবে না। তবে পাত্র ঢাকা অবস্থায় থাকলে ভিন্ন কথা (ইবনে মাজাহ-৩৪৭১)।

৩. আল্লাহর নাম নিয়ে পান করা : রাসূল সা: বলেন, ‘যখন তোমরা পানি পান করার ইচ্ছা করবে, তখন শুরুতে বিসমিল্লাহ বলবে এবং শেষে আলহামদুলিল্লাহ’ (তিরমিজি-১৮৮৫)।

৪. ডান থেকে পান করা : রাসূল সা: বলেন, ‘তোমরা বাম হাতে আহার করো না। কেননা, শয়তান এভাবে আহার করে’ (ইবনে মাজাহ-৩২৬৮)।

৫. বসে বসে পান করা : শুধু জমজমের পানি ছাড়া পৃথিবীর সব পানি বসে পান করার নির্দেশ দিয়েছেন রাসূল সা: (মুসলিম-২০২৪)।

৬. তিন শ্বাসে পান করা : রাসূল সা: বলেন, ‘তোমরা কখনো উটের মতো এক চুমুকে পানি পান করো না। বরং তিন শ্বাসে পানি পান করবে’ (তিরমিজি-১৮৮৫)।

৭. গ্লাসে নিঃশ্বাস না ফেলা : রাসূল সা: কখনো পানি পান করার সময় গ্লাসে নিঃশ্বাস ফেলতেন না (বুখারি-১৫৪)।
আল্লাহ তায়ালা আমাদের পানি পান করার সময় রাসূল সা:-এর সুন্নতগুলো অনুসরনের তাওফিক দান করুন। আমীন।


   আরও সংবাদ