ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৩ ২২:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২৮ বার
চলতি মাসের শেষ সপ্তাহে এ বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ফরিদুল হক খান বলেন, সামনে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে মিটিং আছে। সৌদি আরবে যেসব কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে তাদের সঙ্গে রেট নিয়ে আলোচনা হচ্ছে। যদি রেট ৫ শতাংশও কমে, তাহলে সেটা বাংলাদেশের জন্য উপকার। রেটগুলো ২০ থেকে ২২ জানুয়ারির মধ্যে পাওয়ার সম্ভাবনা আছে।
তিনি বলেন, ২২ জানুয়ারি বিমানের সঙ্গে মিটিং হয়ে গেলে আগামী ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে হজ প্যাকেজ ঘোষণা করতে পারব, ইনশাআল্লাহ।
তবে রিয়ালের মূল্য বাড়ায় হজ প্যাকেজের খরচ গত বছরের তুলনায় কিছুটা বাড়তে পারে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।