ঢাকা, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

একদিন আগেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৩ ২১:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭৭ বার


একদিন আগেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

নির্ধারিত সময়ের একদিন আগেই আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। 
 
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আসর পাকিস্তানের হারুন কুরেশীর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়।

দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম সাংবাদিকদের জানান, শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু একদিন আগেই আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। উর্দুতে পাকিস্তানের ভাই হারুন কুরেশী আম বয়ান করেন। পরে তা বাংলাদেশের মাওলানা মনির বাংলা ভাষায় তরজমা করেন। 

তিনি জানান, বাদ মাগরিব হিন্দিতে বয়ান করেন ভারতের মাওলানা জমশেদ। পরে তা বাংলায় তরজমা করেন মাওলানা আবদুল্লাহ। 
এর আগে, বাদ জোহর মাওলানা ফারুক বয়ান করেন। পরে তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী। এ পর্যন্ত প্রায় ৫০টি দেশের প্রায় সাড়ে চার হাজার মুসল্লি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন। ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য ৮৫টি খিত্তায় ভাগ করা হয়েছে। 

ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা বিদেশি মুসল্লিদের রিসিভ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন দ্বিতীয় পর্বের আয়োজক সদস্যরা।  

আখেরি মোনাজাতের মাধ্যমে আগামী রোববার এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে।


   আরও সংবাদ