ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হজযাত্রীদের ডলার সংকট এড়াতে আগাম প্রস্তুতি রয়েছে’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৩ ১৬:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২৩ বার


হজযাত্রীদের ডলার সংকট এড়াতে আগাম প্রস্তুতি রয়েছে’

ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, হজযাত্রীদের ডলার সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। তবে সংকট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের এ অধিবেশন হয়।

ধর্মপ্রতিমন্ত্রী বলেন, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার জন হজ পালন করবেন। অনেক রাষ্ট্র এরই মধ্যে ডলার সংকটে পড়েছে। বাংলাদেশ এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছে। হজযাত্রীদের বিষয়ে প্রধানমন্ত্রী সজাগ রয়েছেন। তারা আল্লাহর মেহমান, তাই তাদের যেন কোনো সংকট না হয় সে জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


পাঠ্য বইয়ের ধর্ম নিয়ে অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, যদিও বিষয়টি আমার নয় তবুও বলছি, ইতোমধ্যে আমাদের মিটিং হয়েছে, সেখানে দুটি কমিটি করা হয়েছে। কমিটির কাজের পর সংযোজন কিংবা বিয়োজন করার সুযোগ রয়েছে। আশা করছি এর প্রতিফলন ঘটবে।

মো. ফরিদুল হক খান বলেন, দেশে অযথা সম্প্রীতি নষ্ট করার একটা পথ তৈরি হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন এলে এগুলো হয়। এ সব করার সুযোগ দেওয়ার সময় নেই। যে কথা আপনারা বলছেন ইতোমধ্যে সেই কাজ আমরা সমাধানের চেষ্টা করছি।


   আরও সংবাদ