ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ মার্চ, ২০২৩ ১৫:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭০ বার
সরকার ২০১৮ সালের মতো আবারও প্রহসনের নির্বাচন করার দিবাস্বপ্ন দেখছে বলে দাবি করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, সরকারকে বলব ওই ধরনের নির্বাচন করার স্বপ্ন ভুলে যান। দলীয় সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। জনগণ এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না।
শনিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে গণপদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। পরে পদযাত্রা শুরু হয়ে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
বিদ্যুৎ-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে আগামী ১১ মার্চ সারাদেশের মহানগর ও জেলায় মানববন্ধন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।
জনগণের দাবি মেনে অবিলম্বে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান ফরিদুজ্জামান। তিনি বলেন, অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে।
মিথ্যা মামলায় খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে দাবি করে ফরিদুজ্জামান বলেন, তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ক্ষমতাসীনরা এখন বলছেন- খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন। আমরা বলব, খালেদা জিয়া শুধু রাজনীতি কেন, নির্বাচনও করবেন এবং তিনি আগামীতে এ দেশের প্রধানমন্ত্রীও হবেন।