ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ মার্চ, ২০২৩ ১২:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭৮ বার
আবারও বাড়র হজ নিবন্ধনের সময়। এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো হজের নিবন্ধনের সময় বাড়ানো হলো।
মঙ্গলবার (৭ মার্চ) হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৯ দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৬ মার্চ পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় এরপর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ হজযাত্রী নিবন্ধন শুরু হয়। যা ২৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া না পাওয়ায় সময় পাঁচদিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধন কম ছিল। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। এবার আরও ৯ দিন বাড়িয়ে ১৬ মার্চ করা হলো।
এবার হজে গমনেচ্ছুদের সংখ্যা লক্ষ্যমাত্রার চেয়ে চারগুণ কম। সময় বাড়িয়েও বাংলাদেশ থেকে হজ গমনেচ্ছুদের সংখ্যা লক্ষ্যমাত্রা পিছিয়ে রয়েছে। সৌদি আরব থেকে পাওয়া কোটা অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।