ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ জুন, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৮১ বার
সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে এক নারী বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার শাহানারা বেগম (৬৪) নামের ওই নারী মারা যান।
আজ শনিবার বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহানারার বাড়ি ঢাকার ডেমরায়। এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছে।
এদিকে, শনিবার সকাল পর্যন্ত ৪৭ হাজার ৩৭৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৮ হাজার ৬৭৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৬৯৯ জন। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।