ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হজে হারিয়ে যান ধর্ম প্রতিমন্ত্রী, ৫ ঘণ্টা পর উদ্ধার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ জুলাই, ২০২৩ ২৩:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪৩ বার


হজে হারিয়ে যান ধর্ম প্রতিমন্ত্রী, ৫ ঘণ্টা পর উদ্ধার

হজ করতে গিয়ে মিনায় রাস্তা ভুল করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। পাঁচ ঘণ্টা নিখোঁজ থাকার পর সরকারি দলের সহায়তায় তাকে খুঁজে বের করা হয়।


শুক্রবার (৩০ জুন) হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, চারজন মন্ত্রীসহ ধর্ম প্রতিমন্ত্রীর খোঁজ করছিলেন সরকারের প্রতিনিধিদলের প্রায় সাড়ে ৫০০ সদস্য। পরে ৫ ঘণ্টা পর খোঁজ মেলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের।

শাহাদাত হোসাইন তসলিম বলেন, প্রতিবছরই এমন ঘটনা ঘটে। তাই এক্ষেত্রে বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া হাজিদের আত্মীয়স্বজনকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ।


তিনি বলেন, দুই শতাধিক হাজি হারিয়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে বেশির ভাগ হাজিকে খুঁজে বের করে দু-এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ৫৫ জন হাজির খোঁজ মেলেনি। দ্রুত সময়ে তাদের পাওয়া যাবে বলে আশা করি।

মঙ্গলবার (২৭ জুন) নিখোঁজ ও উদ্ধারের এ ঘটনা ঘটে। তার ব্যক্তিগত মোবাইল ফোন হারিয়ে ফেলায় একই সঙ্গে থাকা পানি উপমন্ত্রী এনামুল হক শামীমসহ অন্যদের হারিয়ে ফেলেন।


   আরও সংবাদ