ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ অগাস্ট, ২০২৩ ১৪:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২১৩ বার
ট্রানজিটে গিয়েও সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা। তবে শুধুমাত্র সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
একই সঙ্গে ওমরাহ ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওমরাহর মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়েছে। এর ফলে ওমরাহ করতে গিয়ে দেশটিতে ঘুরতেও পারবেন বাংলাদেশিরা।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ফরিদুল হক খান এসব কথা জানান।
হজের খরচ কমানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হজের খরচ কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি তারা বিবেচনা করবেন।