ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মুসলিম হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবেনা:

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৪ ০৭:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮৪ বার


মুসলিম হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবেনা:

????ইবনে উমার (রাঃ) আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “---আর তিন ব্যক্তি জান্নাতে যাবে না; 
পিতা-মাতার নাফরমান ছেলে,
মদপানে অভ্যাসী মাতাল এবং 
দান করার পর যে বলে ও গর্ব করে বেড়ায় এমন খোঁটাদানকারী ব্যক্তি।”
 (আহমাদ ৬১৮০, নাসাঈর কুবরা ২৩৪৩, হাকেম ২৫৬২, সহীহুল জামে’৩০৭১)  অন্য বর্ণনায় আছে,

????  “তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাবারাকা অতাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। 
অব্যাহতভাবে মদ পানকারী,
 পিতা-মাতার অবাধ্যজন এবং এমন বেহায়া,
যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়।” 
(আহমাদ ৫৩৭২, ৬১১৩)
হাদিস সম্ভার, হাদিস নং ১৬৮০ হাদিসের মান: সহিহ হাদি

????আম্মার ইবনু ইয়াসার (রাঃ)
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 
????(১) যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়।
???? (২) পুরুষের বেশধারী নারী।
 ????(৩) নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী’ 
(তাবরাণী, তারগীব হা/৩৩৮১)।

???? ইবনু ওমর (রাঃ)
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তা’আলা জান্নাত হারাম করেছেন।
 (১) সর্বদা মদপানকারী, 
(২) পিতা-মাতার অবাধ্য সন্তান ও
 (৩) পরিবারে বেপর্দার সুযোগ দানকারী (দায়ূছ)’
 (নাসাঈ, মিশকাত হা/৩৬৫৫)।

???? আবূ মূসা আশ’আরী (রাঃ)
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না।
(১) সর্বদা নেশাদার দ্রব্য পানকারী।
(২) আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী।
 (৩) যাদুকে বিশ্বাসকারী’ 
(আহমাদ, মিশকাত, হাদীছ ছহীহ হা/৩৬৫৬)।

????আবূ মূসা আশ‘আরী (রাঃ)
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না।???? (১) সর্বদা মদপানকারী,???? (২) আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, ????(৩) যাদুর প্রতি বিশ্বাসকারী’ (আহমাদ, মিশকাত হা/৩৬৫; বঙ্গানুবাদ মিশকাত ৭ম খণ্ড হা/৩৪৮৯ ‘মদের বিবরণ ও মদ্যপায়ীর প্রতি ভীতিপ্রদগণ’ অনুচ্ছেদ)।

আত-ত্বাইয়েবা প্রকাশনী, উত্তরা, ঢাকা।


   আরও সংবাদ