ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিয়াম পালন করা (রোযা থাকা) অবস্থায় করণীয় ও বর্জনীয়

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ মার্চ, ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬২ বার


সিয়াম পালন করা (রোযা থাকা) অবস্থায় করণীয় ও বর্জনীয়

সিয়াম পালন করা (রোযা থাকা) অবস্থায় মিসওয়াক করা
=============================
  আল্লাহ রাব্বুল আলামিন বলেন : হে মু‘মিনগণ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হল, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পার। [সূরা ২, আল বাকারা-১৮৩]
১। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : যদি আমি আমার উম্মাতের জন্য কষ্টের আশংকা না করতাম তাহলে আমি তাদের প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। [মুসলিম/৪৮০-আবূ হুরাইরা (রাঃ), তিরমিযী/২২, ইব্ন মাজাহ/২৮৭, নাসাঈ/৭, বুখারী/৮৩৮]
২।  আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : আমার উম্মাতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে প্রতিবার উযূর সময়ই আমি তাদের মিসওয়াকের নির্দেশ দিতাম। আয়িশা (রাঃ) নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম উপায় হল মিসওয়াক করা। [বুখারী/অনুচ্ছেদ-৮৫৬, নাসাই/৫, তিরমিযী/২৩, আবূ দাউদ/৪৭] 
৩। মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সিয়াম (রোযা থাকা) অবস্থায়  মিসওয়াক করতেন। সিয়াম অবস্থায় আবদুল্লাহ ইব্ন উমার (রাঃ) সকাল-সন্ধ্যা মিসওয়াক করতেন কিন্তু থুথু গিলতেননা। ইব্ন সীরীন (রঃ) বলেছেন : সিয়াম (রোযা থাকা) অবস্থায় কাঁচা রসযুক্ত মিসওয়াক ব্যবহারেও কোন সমস্যা নেই। তাকে জিজ্ঞেস করা হল : কাঁচা মিসওয়াকের তো স্বাদ আছে? তিনি বলেন : পানিরও তো স্বাদ আছে, কিন্তু পানি দিয়ে তুমি তো কুলি কর। আনাস (রাঃ), হাসন বাসরী ও ইবরাহীম নাখয়ী (রঃ) রোযাদারের সুরমা ব্যবহারে কোন ক্ষতি মনে করতেননা। [বুখারী/অনুচ্ছেদ-৮৫৪]

সিয়াম পালনকারী (রোযাদার) ভুল করে পানাহার করলে
================================
৪। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : সিয়াম পালনকারী (রোযাদার) ভুলক্রমে যদি পানাহার করে ফেলে তাহলে সে যেন তার সিয়াম পুরা করে নেয়। কেননা আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। [বুখারী/১৮০৪-আবূ হুরাইরা (রাঃ), মুসলিম/২৫৮৩, তিরমিযী/৭১৯, ইব্ন মাজাহ/১৬৭৩, আবূ দাউদ/২৩৯০]
৫।  আসমা বিনত আবূ বাকার (রাঃ) বলেছেন : মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের যুগে একবার মেঘাচছন্ন দিনে আমরা ইফ্তার করলাম, এরপর সূর্য দেখা দিল। বর্ণনাকারী হিশামকে জিজ্ঞেসা করা হল : তাদের কি কাযা করার নির্দেশ দেয়া হয়েছিল? হিশাম বলেন : অবশ্যই কাযা করতে হবে। [বুখারী/১৮৩০, আবূ দাউদ/২৩৫১, ইব্ন মাজাহ/১৬৭৪]

সিয়াম পালন করা (রোযা থাকা) অবস্থায় বিশেষ বর্জনীয় কাজসমূহ
============================
  আল্লাহ তা‘আলা বলেন : সিয়ামের রাতে তোমাদের জন্য স্ত্রী-সম্ভোগ বৈধ করা হইয়াছে। [সূরা ২, আল বাকারা-১৮৭]
৬। তোমাদের কারও সিয়াম পালনের দিনে সে যেন স্ত্রীর সাথে উপগত না হয়। [মুসলিম/২৫৭৩-আবূ হুরাইরা (রাঃ)]
৭। নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজ করা আর মূর্খতা পরিত্যাগ করলনা, আল্লাহর নিকট (সিয়ামের নামে) তার পানাহার ত্যাগের কোন প্রয়োজন নেই। [বুখারী/১৭৭৭-আবূ হুরাইরা (রাঃ), ইব্ন মাজাহ/১৬৮৯]
৮। আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন : তোমাদের কেহ সিয়াম পালন করলে সে যেন অশ্লীল কথা বার্তা ও অপকর্মে লিপ্ত না হয়। যদি এই সময় কেহ তার সাথে মারা-মারি ও গালা-গালি করতে আসে, তখন সে যেন বলে, আমি সিয়াম পালনকারী, আমি সিয়াম পালনকারী। [আবূ দাউদ/২৩৫৫, মুসলিম/২৫৭০]

রামাযানে অপবিত্রতার (জানাবাতের) গোসল
======================
৯। আবূ বাকার ইব্ন আবদুর রাহমান ইব্ন হারিস ইব্ন হিশাম (রঃ) বলেন, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের সহধর্মিনী আয়িশা (রাঃ) ও উম্মে সালামা (রাঃ) আমাকে অবহিত করছেন : (কোন কোন সময়) জুনূবী (অপবিত্র) অবস্থায় নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের ফাজর হয়ে যেত। এরপর তিনি গোসল করতেন এবং সিয়াম পালন করতেন। [তিরমিযী/৭৭৭, মুসলিম/২৪৬১, বুখারী/১৭৯৮]
১০। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আয়িশা (রাঃ) ও উম্মে সালামা (রাঃ) বলেছেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের নাপাক অবস্থায় ভোর হত। রাবী আবদুল্লাহ আল আযরামী তার বর্ণিত হাদীসে বলেন : রামাযানের মাসে রাতে স্বপ্ন দোষের কারণে নয় বরং স্ত্রীর সঙ্গে মিলনের কারণে তিনি সকালে নাপাক অবস্থায় থেকে সিয়াম পালন করতেন (অবশ্য পরে গোসল করে পবিত্র হতেন)। [আবূ দাউদ/২৩৮০]

 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত আল কুরআন ও হাদীস গ্রন্থ হতে সংকলিত।


   আরও সংবাদ