ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২৩ বার
গত ১১ এপ্রিল বাংলাদেশে উদযাপন হয়েছে ঈদুল ফিতর। তার এক দিন আগে ১০ এপ্রিল সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন করা হয়।
নিয়ম অনুযায়ী ঈদুল ফিতরের ঠিক দুই মাস ১০ দিন পর ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালনের নিয়ম।
আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এবার (২০২৪ সালে) সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ১৬ জুন।
সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসাবে জুন মাসের ১৭ তারিখ বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।