ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিমানবাহিনীর হেলিকপ্টারে আহত চারজনকে নেওয়া হয়েছে সিএমএইচয়ে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ জুলাই, ২০২৫ ১৫:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩০ বার


বিমানবাহিনীর হেলিকপ্টারে আহত চারজনকে নেওয়া হয়েছে সিএমএইচয়ে

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ছুটির মুহূর্তে একটি প্রশিক্ষণ বিমান ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

 

সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।

এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৩ জনকে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।


   আরও সংবাদ