ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রার্থিতা ফিরে পেলেন জিরুনা ত্রিপুরা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬ ২০:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৪ বার


প্রার্থিতা ফিরে পেলেন জিরুনা ত্রিপুরা

ঢাকা: ‘বিশেষ বিবেচনায়’ প্রার্থিতা ফিরে পেলেন খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল আবেদনের শুনানি নিয়ে তার প্রার্থিতা ফিরিয়ে দেন নির্বাচন কমিশন (ইসি)।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ভোটার সমর্থন দেখানোর কথা ছিল ৪ হাজার ৭৪১ জন। কিন্তু তিনি ৬১৩ জন ভোটার সমর্থকের স্বাক্ষর জমা দিয়েছিলেন।

বিপুল সংখ্যক ভোটার সমর্থনের ঘাটতির অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। তবে কমিশন শুনানি নিয়ে ‘বিশেষ বিবেচনায়’ তার আবেদন মঞ্জুর করেন।

 

প্রার্থিতা ফিরে পাওয়ার পর জিরুনা ত্রিপুরা বলেন, পাহাড়ি এলাকা হওয়ার কারণে এত সংখ্যক মানুষের সমর্থনসূচক স্বাক্ষর নেওয়ার জন্য যে সময়ের প্রয়োজন, সেটা তিনি পাননি। তবে বাছাইয়ের সময় সমর্থকদের নিয়ে যাওয়ার পরও লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময় শেষ হয়ে যায়।

ফলে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে দেন। 

 

তিনি বলেন, তার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের হিসাবে মোট ৪ হাজার ৭৪১ জনের স্বাক্ষরের প্রয়োজন পড়ে। সেখানে তিনি দেখিয়েছিলেন ৬১৩ জনের স্বাক্ষর।

জিরুনা ত্রিপুরাকে ২০২৪ সালের ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের কারণে তিনি সমালোচনার মুখে পড়েন। পরবর্তীতে প্রথমে ২০২৫ সালের ৭ জুলাই সাময়িকভাবে সব ধরনের দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দেয় মন্ত্রণালয়। এরপর ১৪ অক্টোবর তাকে স্থায়ীভাবে অপসারণ করা হয়।

 

প্রার্থিতা ফিরে পাওয়ায় একমাত্র নারী প্রার্থী হিসেবে খাগড়াছড়ি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জিরুনা ত্রিপুরা।


   আরও সংবাদ