ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিমান বিধ্বস্ত: ৮ লাশ হস্তান্তর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ জুলাই, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩১ বার


বিমান বিধ্বস্ত: ৮ লাশ হস্তান্তর

ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় আটজনের লাশ তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটটি লাশ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, দুর্ঘটনায় ২০টি লাশ বিভিন্ন হাসপাতালে রয়েছে। আটটি হাসপাতালে আহত রয়েছেন ১০৪ জন।

যাদের লাশ হস্তান্তর করা হয়েছে, তারা হলেন ফাতেমা আক্তার, সামিউল করিম, রজনী ইসলাম, মেহনাজ আফরিন হুরায়রা, শারিয়া আক্তার, নুসরাত জাহান আনিকা, সাদ সালাউদ্দিন, সায়মা আক্তার। আর ফ্লাইট লেফট্যানেন্ট তৌকির ইসলামের লাশ মর্গে রাখা হয়েছে।

দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এর আগে  ১৭১ জন আহত হওয়ার খবর জানা গিয়েছিল।


   আরও সংবাদ