ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অগ্নিকান্ডে কৃষকের ৪টি ঘর ভস্মিভূত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ অগাস্ট, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬৪ বার


অগ্নিকান্ডে কৃষকের ৪টি ঘর ভস্মিভূত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।। 

জামালপুর ইসলামপুরে অগ্নিকান্ডে কৃষকের চারটি বসত ঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা, ধানসহ অন্তত দশ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। ১৯ আগস্ট মঙ্গলবার বিকালে পৌর শহরের মৌজাজাল্লা ফকির বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

 

জানা গেছে, ফকির বাড়ীর আসাদ আলীর ঘর থেকে প্রথম অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে সেই আগুন মুহূর্তের মধ্যেই পাশে থাকা তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে এবাদ আলী,জাহাঙ্গীর আলম চিকন আলীর বসত ঘরে আগুন লেগে নগদ টাকা,ধান,আসবাবপত্র সহ অন্তত দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।

 

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছি। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই চারটি বসতঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি জানা যায়নি।

 


   আরও সংবাদ