ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ অগাস্ট, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৩ বার


 এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে একে একে চারটি পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।

 

 

শনিবার (৩০ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকাগামী লেনে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।  

শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও তিনটি বাস পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে। ওই সব বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তাদের দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদিকে ঢাকাগামী লেনে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।  

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় সব বাসেরই কিছু যাত্রী আহত হয়েছে।  যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। 


   আরও সংবাদ