ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৯১ বার


পররাষ্ট্রসচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার  হাস বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ০৯টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে একটি সূত্র বাংলানিউজকে জানিয়েছে।

তবে বৈঠকের বিষয়ে কেউ মুখ খোলেননি।

 

গতকাল  বুধবার  সকালে কক্সবাজার  ও মহেশখালী যান পিটার হাস। সেখানে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।

পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।  

এক বছর আগে কূটনীতি পেশা থেকে অবসরে যাওয়ার পর এখন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন। মূলত সে কারণেই তিনি প্রায়ই  বাংলাদেশে  আসেন।


   আরও সংবাদ