ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এনসিপি শাপলা পাবে না

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪৪ বার


এনসিপি শাপলা পাবে না

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না। প্রতীকের জন্য তাদের বিকল্প প্রস্তাব দিতে হবে।

এক্ষেত্রে দু'পক্ষের সম্মতিতে বিষয়টি নিষ্পত্তি হবে।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এনসিপি শাপলা প্রতীকের অবস্থান থেকে সরবে না, দলটির এমন বক্তব্যের বিষয়ে ইসি সচিব বলেন, প্রতীকের যে তালিকা সে তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে  সেটার জন্য অপেক্ষা করতে হবে। সেটা জন্য আমরা জানাবো এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই (বিধিমালায় প্রতীকটি নেই)। তো এখন নিষ্পত্তি হবে দু'পক্ষের সম্মতিতে।

তিনি বলেন, এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে, আমাদের ১১৫টা প্রতীকের যে শিডিউলটা করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে, সংরক্ষিত প্রতীক যেগুলো আছে, সে প্রতীকগুলোর ভেতর থেকে একটা নিতে হবে। সেই প্রতীকগুলোর মধ্যে যদি শাপলা প্রতীক না থাকে, তাহলে দেওয়ার সুযোগটা কোথায়?


   আরও সংবাদ