ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ওয়ার্কশপে বিস্ফোরণে দগ্ধ ৮ জন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:১৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৮ বার


ওয়ার্কশপে বিস্ফোরণে দগ্ধ ৮ জন

চট্টগ্রাম নগরের সাগরিকা রোড এলাকায় একটি লোহার ওয়ার্কশপে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা এলাকার রফিক সওদাগরের ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

 

 

দগ্ধরা হলেন, মো. আব্দুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান বয়স (৬০), জামাল হোসেন (৩৮), মো.রাসেল (২৮), মো. বাহার উদ্দিন (৪৫)।

জানা গেছে,  রফিক সওদাগরের ওয়ার্কশপে লোহার জগ গরম করার সময় এ বিস্ফোরণ ঘটে।

এতে ৮ জন দগ্ধ হয়। পরে স্থানীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

 

দগ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে জানান, দগ্ধ ৮ জনকে হাসপাতালে আনা হলে তাদের বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়।  


   আরও সংবাদ