ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আশা দেখিয়েও হারলো টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫ ০৯:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭১ বার


আশা দেখিয়েও হারলো টাইগ্রেসরা

নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আশা দেখিয়েও হেরে গেল বাংলাদেশ নারী দলে। বাংলাদেশের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটের জয় ইংলিশদের।



বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান আসে শান্ত মেজাজে ব্যাট করা সোবহানা মোস্তারির ব্যাট থেকে। এছাড়া রাবেয়া খাতুন ৪৩ রানের ঝোড়ো ইনিংসে দলের স্কোর কিছুটা এগিয়ে নেন। শারমিন আক্তার যোগ করেন ৩০ রান। বাকিদের মধ্যে কেবল স্বর্ণা আক্তার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সোফি এক্লেস্টোন ছিলেন সবচেয়ে সফল। তিনি ১০ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন। লিনসি স্মিথ, অ্যালিস ক্যাপসি ও চার্লি ডিয়ান নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশ বোলারদের বিপক্ষে ধুঁকতে হয় ইংলিশ ব্যাটারদের। মাত্র ৬ রানেই দুই ওপেনার অ্যামি জোন্স (১) সাজঘরে ফেরেন মারুফা আক্তারের বলে। দলীয় ২৯ রানে মারুফা আক্তার আবারও ট্যামিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন।

তবে এরপর ইংলিশ শিবিরে স্বস্তি এনে দেন হিদার নাইট ও নাট স্কিভার-ব্রান্ট। তবে দলীয় ৬৯ রানে আবারও বিপর্যয়ে পড়ে ইংলিশরা। মাত্র ৯ রানে তিন ব্যাটারকে হারিয়ে দিশেহারা তারা। এবার ত্রাণকর্তার ভূমিকায় আসেন নাইট। তার অনবদ্য ৭৯ রানের ঝলমলে ইনিংসের কাছেই মূলত হেরেছে বাংলাদেশ। নাইট জয় নিয়েই অপরাজিত হয়ে মাঠ ছাড়েন। ত্র দুর্দান্ত পারফরম্যান্সে ৪ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড।

বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন দারুণ বোলিং করেন, ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। মারুফা আক্তার নেন ২টি উইকেট, সানজিদা আক্তার মেঘলা নেন ১টি উইকেট।

 


   আরও সংবাদ