ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মাধান হলেই কেবল মাঠে ফিরব’

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৬ ১৬:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


মাধান হলেই কেবল মাঠে ফিরব’

বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে আজকের বিপিএলের ম্যাচ বর্জন করেছেন ক্রিকেটাররা। এ নিয়ে কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট করে জানিয়েছেন, খেলাধুলার বিপক্ষে নন তারা তবে অসম্মান মেনে নেওয়ার সুযোগ নেই।

মিঠুন বলেন, ‘আমরা এখনও আগের স্ট্যান্ডেই আছি। আমরা খেলার বিপক্ষে না।

কিন্তু সবকিছুরই একটা লিমিট আছে। উনি ক্রিকেটকে অসম্মান করেছেন। আইসিসি ট্রফি থেকে শুরু করে সব লেভেলই উনি অস্বীকার করেছেন। যদি বিসিবি থেকে এটার সুষ্ঠু সমাধান হয়, তাহলে অবশ্যই আমরা মাঠে ফিরে যাবো।

 

এর আগে বিসিবি পরিচালক নাজমুলের সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ক্রিকেটাররা ঐক্যবদ্ধভাবে আজকের বিপিএলের ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। খেলোয়াড়দের দাবি, ওই মন্তব্য শুধু ব্যক্তি নয় সমগ্র ক্রিকেট ও ক্রিকেটারদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে।

কোয়াব সূত্রে জানা গেছে, বিষয়টির দ্রুত ও গ্রহণযোগ্য সমাধান চায় সংগঠনটি। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে বিসিবির পক্ষ থেকে দায়িত্বশীল ও সম্মানজনক অবস্থান না এলে পরবর্তী ম্যাচগুলো নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে।

 

তবে মিঠুন আবারও আশাবাদ ব্যক্ত করে বলেন, আলোচনার পথ খোলা আছে। তিনি বলেন, ‘সমাধান হলে আমরা সবাই মাঠেই থাকতে চাই। ক্রিকেটই আমাদের প্রথম অগ্রাধিকার।’


   আরও সংবাদ