ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫ ১৬:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৩ বার
স্টাফ রিপোর্টার: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বিএ-এর ২০২৫-২০২৬ সেবাবর্ষের আরসি হেডকোয়ার্টার হিসেবে লায়ন খান আকত রুজ্জামান (এমজেএফ) দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল (20 অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএলএ অডিটোরিয়মে এক আনুষ্ঠানিক আয়োজনে তাকে পদের নিয়োগপত্র ও সম্মানসূচক পিন পরিয়ে দেন। জেলা গভর্নর লায়ন মাসুম (এমজেএফ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ক্যাবিনেট সেক্রেটারি, ঢাকা ক্যাপিটাল গার্ডেন লায়ন্স ক্লাবের পরিচালক ও ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন শেখ আফসর আলী, যিনি শুভেচ্ছা বক্তব্যে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানান।
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এ এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত, কারণ এটি জেলা পর্যায়ে ক্লাবসমূহের কার্যক্রম সমন্বয়, তদারকি এবং মানবিক উদ্যোগ বন্ধবায়নে নেতৃস্থানীয় ভূমিকা রাখে। লায়ন খান আকতারুজ্জামান তার বক্তব্যে বলেন, “লায়া ক্লাবের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো আমার জীবনের এক অঙ্গীকার। নতুন এই দায়িত্ব যেন আমি সতত ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সেজন্য সবর দেয় ও সহযোগিতা কামনা করছি। ” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের লায়ন্স সদস্য, ক্যাবিনেট কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। এই নিয়োগের মধ্য দিয়ে ২০২৫-২৬ সেবাবর্ষে লায়ন্স ক্লাবের মানবিক কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।