পিআরসহ ৫ দফা দাবির বাস্তবায়নের আহ্বান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ:
১৭ অক্টোবর, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন
| দেখা হয়েছে ৪৯ বার
মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় অনুষ্ঠিত হয়েছে এক শান্তিপূর্ণ মানববন্ধন। ‘পিআর (পাবলিক রিলেশন) সহ ৫ দফা দাবির বাস্তবায়ন’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায়, পাবনা শহরের কেন্দ্রীয় শহীদ চত্বরে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী এবং জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
প্রধান অতিথির বক্তব্য: অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন,“আজকের মানববন্ধন কোনো দলীয় স্বার্থে নয়—এটি জনগণের ন্যায্য অধিকার আদায়ের একটি শান্তিপূর্ণ প্রয়াস। দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে আমাদের এই ৫ দফা দাবির বাস্তবায়ন সময়ের দাবি।”
তিনি আরও বলেন,“আমাদের দাবির মধ্যে রয়েছে রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, জনগণের ভোটাধিকার রক্ষা এবং পিআর নিশ্চিত করা। এই দাবিগুলো কেবল জামায়াতের নয়, বরং গোটা জাতির।”
তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশে ধৈর্য, সাহস ও ঐক্য বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। “আল্লাহর উপর ভরসা রেখে আমাদের এই ন্যায়সংগত আন্দোলন সফল হবেই। খুব শিগগিরই দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা দেখতে পাবে,” — বলেন অধ্যাপক মন্ডল।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি ও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অধ্যাপক আব্দুল গাফফার খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ এস এম আব্দুল্লাহ, এস এম সোহেল, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা বলেন, ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী দিনগুলোতে আরও সংগঠিত ও গতিশীল আন্দোলন গড়ে তোলা হবে।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচির শেষাংশে নেতারা দেশব্যাপী দাবি আদায়ে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।
আরও সংবাদ