ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫ ১৫:৪৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১১৫ বার


বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

শনিবার (১৮ অক্টোবর) আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে।

 

ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে। সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কার্যক্রম শেষে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুপুর আড়াইটায় খবর পাওয়া যায় ঢাকা বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো এলাকায় মালামালে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই সেখানে পাঁচটি ইউনিট পাঠানো হয়।


   আরও সংবাদ