ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি চলবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪১ বার


প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি চলবে

প্রত্যাহারের পর আবারও কর্মবিরতি চালুর ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের একাংশ। 
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা নাগাদ শিক্ষকদের নেতা খায়রুন নাহার লিপি এ ঘোষণা দেন।
 
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর দাবির বিষয়ে আশ্বাস পেয়ে চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন শিক্ষক নেতারা।
 
পরে শিক্ষক নেতা খায়রুন নাহার লিপি বলেন, আমরা নেতৃবৃন্দের কথা রাখতে পারিনি। আগামীকাল কর্মবিরতি চলবে। এসময় উপস্থিত শিক্ষকরা তার সঙ্গে সংহতি জানান।
 
লিপি বলেন, আমার চাকরি চলে যায় যাক, আগামীকাল কর্মসূচি প্রত্যাহার মানি না। আজকে রাতে যারা আছেন, তারা আমাদের সঙ্গে শহীদ মিনারে থাকবেন, কথা দিন। একজনও যেতে পারবেন না।
 
তিনি বলেন, আমাদের নেতৃবৃন্দ রোষানলে পড়ে কর্মসূচি স্থগিত করেছে, কিন্তু আমরা স্থগিত করে রাখতে পারলাম না। আমার চাকরি যায় যাক, কর্মসূচি চলবে।
 
তিনি বলেন, আপনারা নেতৃবৃন্দকে ভুল বুঝবেন না। সামসুদ্দীন মাসুদ, মাহবুবুর রহমান চঞ্চল স্যাররা কেউ প্রত্যাহার করতে চায়নি।
 


   আরও সংবাদ