ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঢাবির হলে ধূমপান নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার


ঢাবির হলে ধূমপান নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পর এবার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) হল প্রশাসন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা হল প্রশাসনের কাছে স্বাক্ষরিত আবেদনপত্রের মাধ্যমে ধূমপানসহ মাদক নিষিদ্ধের দাবি উপস্থাপন করেন। পরে হল প্রশাসন আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান  হলকে ‘ধূমপানমুক্ত প্রাঙ্গণ’ হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি, হল প্রাঙ্গণে ধূমপানকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এ সংক্রান্ত সাইনবোর্ড হলের প্রধান প্রবেশদ্বারে স্থাপন করা হয়।

এর আগে সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপানরত অবস্থায় ধরা পড়লে ৩০০ টাকা জরিমানা এবং মাদকসহ ধরা পড়লে অভিভাবক ডেকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় হল প্রশাসন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের তা জানানো হয়।


   আরও সংবাদ