স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫ ১২:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
মিরপুর টেস্টের প্রথম দিনের শেষ সেশনে দিনের আলো ফুরিয়ে যাচ্ছিল। যতই সময় গড়াচ্ছিল, ততই মুশফিকুর রহিমের সতীর্থ, বিসিবি ম্যানেজমেন্ট এবং দর্শকদের মুখে হাসি ফুটছিল। কারণ ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে মুশফিক। নিজের শততম টেস্ট ম্যাচে শত রানের দ্বারপ্রান্তে। তবে অপেক্ষা বাড়লো। দিনের আলো ফুরিয়ে এলে ৯৯ রান নিয়ে আজ সকাল শুরু করেছেন মুশফিক, সঙ্গী লিটন দাস।
বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুশফিক ৯৯ রানে অপরাজিত অবস্থায় ছিলেন। প্রথম দিন শেষে দলের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেট হারিয়ে ২৯২ রানে।
মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েছেন এবং বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন।
এবার মুশফিক গড়লেন আরেক ইতিহাস। মিস্টার ডিপেন্ডেবল ঢুকলেন শততম টেস্টের শত রানের ক্লাবে। যেখানে জাভেদ মিয়াদাঁদ থেকে শুরু করে হালের ডেভিড ওয়ার্নার পর্যন্ত আছেন। মুশফিক বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম ম্যাচে সেঞ্চুরি গড়ার রেকর্ড গড়লেন।
'নার্ভাস নাইটি' পেয়ে বসেছিল মুশফিককে। দিনের শুরুটা করলেন মেডেন ওভার দিয়ে৷ অপেক্ষা বাড়লো। তবে সেশনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই পৌঁছে গেলেন ঐতিহাসিক মুহূর্তে।
এর আগে শততম টেস্টে শতরান পার করার রেকর্ড করেছেন কলিন (ইংল্যান্ড, ১০৪ রান), জাভেদ মিয়াদাঁদ (পাকিস্তান, ১৪৫ রান), গর্ডন গ্রীনিজ (ওয়েস্ট ইন্ডিজ, ১৪৯ রান), অ্যালেক স্টুয়ার্ড (ইংল্যান্ড, ১০৫ রান), ইনজামামুল হক (পাকিস্তান, অপরাজিত ১৮৪ রান), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, ১২০ ও ১৪৩* রান), গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা, ১৩১ রান), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা, ১৩৪), জো রুট (ইংল্যান্ড, ২১৮ রান (ডাবল সেঞ্চুরি) ও ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া, ২০০ রান)।