স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫ ১৬:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র সামনে রেখে নতুন র্যাংকিং প্রকাশ করেছে ফিফা। এই আপডেটের মাধ্যমেই চূড়ান্ত হয়েছে আগামী ৫ ডিসেম্বরের ড্রয়ে কোন দলগুলো শীর্ষ বাছাই পটে থাকবে। শেষ পর্যন্ত জায়গা পেয়েছে জার্মানি, তবে পিছিয়ে পড়েছে সাম্প্রতিক দুই বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া।
আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সঙ্গে শীর্ষ বাছাই তালিকায় আছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি। আপডেটেড তালিকায় যথেষ্ট পয়েন্ট না থাকায় ক্রোয়েশিয়াকে যেতে হবে দ্বিতীয় পটে।
মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। সেখানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
নতুন র্যাংকিংয়ের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে মার্চে অনুষ্ঠিতব্য প্লে-অফের ব্র্যাকেট। এখান থেকেই নির্ধারিত হবে ৪৮ দলের বিশ্বকাপে বাকি ছয়টি জায়গা। ইউরোপ থেকে ১৬ দল চারটি টিকিটের জন্য লড়বে। অন্যদিকে আরও ছয় দেশ লড়বে দুইটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের টিকিটের জন্য।
ইউরোপীয় প্লে-অফের সবচেয়ে আলোচিত নাম ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা লড়ছে টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাইয়ে বাদ পড়ার হতাশা এড়াতে। আর্লিং হালান্ডের নেতৃত্বে দুর্দান্ত নরওয়ের কাছে গ্রুপে পিছিয়ে পড়ে প্লে-অফে যেতে হয়েছে ইতালিকে, যারা র্যাংকিংয়ে আছে ১২ নম্বরে।
ইতালি প্রথম ম্যাচে খেলবে চতুর্থ পটের কোনো দলের বিপক্ষে। সম্ভাবনা আছে আবারও উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হওয়ার। ঠিক যাদের কাছে হেরে ২০২২ বাছাইপর্ব থেকে ছিটকে গিয়েছিল তারা। ২৬ মার্চের সেমিফাইনালে জিতলে পাঁচ দিন পর খেলতে হবে ব্র্যাকেটের অন্য সেমিফাইনালের বিজয়ীর সঙ্গে। ফাইনাল কোথায় হবে সেটাও ঠিক হবে ড্রয়ের মাধ্যমে। ইউরোপ থেকে যে চার দল প্লে-অফ জিতবে, তাদের রাখা হবে সবচেয়ে নিচের চতুর্থ পটে।
আন্তঃমহাদেশীয় প্লে-অফে শীর্ষ বাছাই দল হিসেবে ইরাক ও কঙ্গো অপেক্ষা করবে সেমিফাইনাল জয়ীদের জন্য। সেমিফাইনালে মুখোমুখি হবে বলিভিয়া, জ্যামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম।