ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বর্ষসেরা ফুটবলার হাকিমি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫ ১৬:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


বর্ষসেরা ফুটবলার হাকিমি

আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মরক্কো ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) রাইটব্যাক আশ্রাফ হাকিমি। সিএএফ অ্যাওয়ার্ডসে ৫২ বছর পর প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে এ পুরস্কার পেলেন তিনি।

মরক্কোর রাজধানী রাবাতে বুধবার অনুষ্ঠিত ২০২৫ সিএএফ অ্যাওয়ার্ডসে ভোটের লড়াইয়ে হাকিমি পিছনে ফেলেছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ ও নাইজেরিয়ার স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে।

গত মৌসুমে পিএসজির ঐতিহাসিক সাফল্যে বড় ভূমিকা ছিল হাকিমির। তার দারুণ পারফরম্যান্সে ক্লাবটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতে। ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে তারা উড়িয়ে দেয় ৫-০ ব্যবধানে। একই মৌসুমে লিগ ওয়ান ও কুপ দ্য ফ্রান্স জিতে ট্রেবলও জিতেছে ফরাসি জায়ান্টরা।

এরপর আগস্টে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে উয়েফা সুপার কাপ জেতে তারা। ফলে ২০২৫ ক্যালেন্ডার বছরে দলটির ট্রফির সংখ্যা দাঁড়ায় চার।

হাকিমি ১৯৯৮ সালের পর প্রথম মরক্কো ফুটবলার হিসেবে আফ্রিকার বর্ষসেরা হলেন। তার আগে এই সম্মান পেয়েছিলেন মুস্তাফা হাজি। একই সঙ্গে ১৯৭৩ সালে তৎকালীন জায়ারের (বর্তমানে ডিআর কঙ্গো) বুয়াঙ্গা তশিমেনের পর প্রথম ডিফেন্ডার হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি।

পুরস্কার জয়ের পর হাকিমি বলেছেন, এটি তার জন্য খুবই গর্বের মুহূর্ত। এই ট্রফি শুধু তার একার নয়, বরং আফ্রিকার সব শক্ত মানসিকতার নারী-পুরুষের, যারা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। ছোটবেলা থেকে যারা তাকে বিশ্বাস করেছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ব্যালন ডি’অরের শীর্ষ ছয়েও নাম এসেছিল হাকিমির। যা কোনো মরক্কো ফুটবলারের সর্বোচ্চ অবস্থান। ওই বছরই তার ক্লাব সতীর্থ ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে পুরস্কারটি জিতেছেন।

আফ্রিকান এই অ্যাওয়ার্ডসে মরক্কো ফুটবল পেয়েছে আরও স্বীকৃতি। পুরুষ বিভাগের বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন সৌদি আরবভিত্তিক মরক্কো গোলকিপার ইয়াসিন বুনু। নারীদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও গেছে মরক্কোর ঘিজলান চেববাকের হাতে, যিনি বর্তমানে সৌদি আরবে খেলছেন।

নারী ফুটবলে গোলরক্ষক বিভাগেও এসেছে নতুন মাইলফলক। টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা নারী গোলরক্ষক হয়েছেন নাইজেরিয়ার চিয়ামাকা ন্নাদোজিয়ে। সাম্প্রতিক সময়ে তিনি ইংলিশ উইমেনস সুপার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে যোগ দিয়েছেন।

বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন কেপ ভার্দের কোচ বুবিস্তা। মাত্র ৫ লাখ ২৫ হাজার মানুষের এই আফ্রিকান দ্বীপ দেশকে তিনি প্রথমবারের মতো নিয়ে গেছেন ২০২৬ বিশ্বকাপে, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।


   আরও সংবাদ