ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বড় লিডের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫ ১৩:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার


বড় লিডের পথে বাংলাদেশ

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশন পুরোপুরি দাপট দেখিয়েই কাটাল বাংলাদেশ। তৃতীয় দিনেই বড় লিড গড়ে রেখেছিল স্বাগতিকরা।

চতুর্থ দিনের শুরুতে সেই লিডকে আরও বিশাল এক ব্যবধানে রূপ দিয়েছেন টাইগার ব্যাটাররা। ইনিংসের শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৮০ রান ৩ উইকেটে, ফলে দুই ইনিংস মিলিয়ে লিড বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ রানে। যা ম্যাচের নিয়ন্ত্রণ একতরফাভাবে বাংলাদেশের হাতেই তুলে দিয়েছে।

শুরুতে ব্যাট হাতে নেমেই দুর্দান্ত ছন্দে ছিলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও শাদমান ইসলাম। সফরকারীদের বোলারদের ওপর শুরু থেকেই নিয়ন্ত্রণ বজায় রেখে তারা গড়ে তোলেন শক্ত ভিত্তি। জয় ৬০ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়লেও তার শান্ত ইনিংস দলের লিড বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। অপর পাশে শাদমান আরও পরিণত ব্যাটিং উপহার দেন। ৭৮ রানের নান্দনিক ইনিংস খেলে তিনি ফেরেন ম্যাকব্রাইনের বলে।

দুই ওপেনারের বিদায়ের পরও বাংলাদেশ ব্যাটিংয়ে দুর্বলতার কোনো ছাপ রাখেনি। দলে ফেরার পর দারুণ ফর্মে থাকা মুমিনুল হক আবারও নিজের উপস্থিতির জানান দেন। অত্যন্ত মনোযোগী ও দায়িত্বশীল ব্যাটিং করে তিনি অপরাজিত ৭৯ রানে এগিয়ে নিচ্ছেন দলকে। তবে তার পাশে বেশিক্ষণ থাকতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র এক রান করে তিনি ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

শান্ত দ্রুত ফিরে গেলেও অপরপ্রান্তে ধৈর্য ধরে ইনিংস গড়তে থাকেন মুশফিকুর রহিম। মুমিনুলের সঙ্গে তার জুটি সেশনটি বাংলাদেশের অনুকূলে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুশফিক লাঞ্চ পর্যন্ত অপরাজিত আছেন ৪৪ রানে। দুই অভিজ্ঞ ব্যাটারের দৃঢ়তায় বাংলাদেশ লিডকে নিরাপদে এগিয়ে নিয়ে যাচ্ছে।


আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকবার্নি, হোয়ে উইকেট পেয়েছেন। তবে বোলারদের কোনো প্রভাবই পড়েনি বাংলাদেশের ব্যাটিংয়ের ওপর। ব্যাটারদের শৃঙ্খলিত ব্যাটিং এবং আয়ারল্যান্ডের বোলারদের ক্লান্তি মিলে রান তোলার কাজ সহজ হয়ে ওঠে স্বাগতিকদের জন্য।

প্রথম সেশন শেষে বলা যায়, ম্যাচের নিয়ন্ত্রণ সুস্পষ্টভাবেই বাংলাদেশের হাতে। লিড যত বাড়ছে, আয়ারল্যান্ডের সামনে তত বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।


   আরও সংবাদ