ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২- এ সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

প্রসিকিউশন জানিয়েছে, হাসনাত আবদুল্লাহ এ চাঞ্চল্যকর মামলার ২২ নম্বর সাক্ষী হিসেবে তার জবানবন্দি দেবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আবু সাঈদ হত্যা মামলায় সর্বমোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই ৩০ জনের মধ্যে এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজসহ ছয়জন বর্তমানে গ্রেপ্তার আছেন। বাকি ২৪ জন আসামি এখনো পলাতক, তবে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী আইনি কার্যক্রম পরিচালনা করছেন।

এই মামলার সর্বশেষ গত ২৭ নভেম্বর ২১ নম্বর সাক্ষীর জেরা শেষ হওয়ার পর আজকের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এর আগে গত ২৮ আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই দিন একজন সাংবাদিকও সাক্ষ্য দিয়েছিলেন। এই মামলার জন্য মোট ৬২ জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়, যখন ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ গ্রহণ করে। এর আগে, গত ৩০ জুন মামলার অভিযোগপত্র আমলে নেওয়া হয়েছিল এবং তদন্ত সংস্থা ২৪ জুন তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়।


   আরও সংবাদ