ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত এলডিপির

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫ ১৭:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৪ বার


এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত এলডিপির

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে। জোটের স্বার্থে আমরা বিএনপিকে ১৪ জনের একটি শর্ট লিস্ট দিয়েছিলাম, কিন্তু তারা সেটিকে কোনো গুরুত্ব দেয়নি। এমনকি আমাদের নেতাকর্মীরা দুই ঘণ্টা অপেক্ষা করেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে পারেননি।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি।



সংবাদ সম্মেলনে বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, এলডিপিকে টিকিয়ে রাখতে হলেও বিএনপি অন্তত আমাদের দেওয়া শর্ট লিস্টটি বিবেচনায় নিতে পারতো। আমরা কখনোই বলিনি যে, শর্ট লিস্টে থাকা সবাইকে মনোনয়ন দিতে হবে। কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টি উপেক্ষা করা হয়েছে।

কর্নেল অলি বলেন, এসব কারণেই এলডিপি আসন্ন সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।


   আরও সংবাদ