ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫২ বার


বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু।
 
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

এ পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হবে।
 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার পর আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে এ মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি করে আসছিল। গুঞ্জন ছিল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীও পদত্যাগ করবেন।


   আরও সংবাদ