ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫২ বার
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
এ পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার পর আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে এ মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি করে আসছিল। গুঞ্জন ছিল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীও পদত্যাগ করবেন।