ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৪ বার
বরিশাল: ঢাকা–চাঁদপুর-বরিশাল–ভোলা নৌরুটে ঘন কুয়াশার কারণে মেঘনায় দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রাণহানির খবর নিশ্চিত করেনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা–বরিশাল রুটে চলাচলকারী লঞ্চ এম খান–৭ ও চাঁদপুর থেকে ঢাকাগামী ঈগল–৪ লঞ্চের মধ্যে আমিরাবাদ এলাকায় সংঘর্ষ হয়।
এতে এম খান–৭ লঞ্চটি মাঝখান থেকে ভেঙে যায়। তবে ঈগল–৪ লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী জাকির সম্রাট ৩ লঞ্চের সঙ্গে ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর লঞ্চটি ঢাকার সদরঘাটে চলে গেছে।
জানা গেছে, দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান।
অপর আহতকে নিয়ে লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মোহনপুর এলাকায় মারা যান তিনি। তবে নিহতরা কোন লঞ্চের যাত্রী সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।
অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের যাত্রী ইলিয়াস জানান, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি শুক্রবার সোয়া ১০টার দিকে ঝালকাঠি লঞ্চ ঘাটে নোঙর করে।
এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে বরিশাল নৌবন্দরে সরেজমিনে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এম খান–৭ লঞ্চটি মাঝখান থেকে ভেঙে যাওয়ার পর সেখানে লঞ্চ কর্তৃপক্ষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছেন।
লঞ্চটির সুপারভাইজার বলেন, আমাদের এম খান লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে আসে। চারদিকে প্রচুর ঘন কুয়াশা ছিল। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা ঈগল–৪ লঞ্চ ডান পাশ থেকে এসে ধাক্কা দেয়। এতে লঞ্চে পাশের খুঁটি ভেঙে যায়। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি আমিরাবাদ এলাকায় ঘটে।
তিনি আরও জানান, ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাডভেঞ্চার–৯ লঞ্চের সঙ্গে ঘোষেরহাট থেকে ছেড়ে আসা জাকির সম্রাট লঞ্চের সংঘর্ষেও হতাহতের ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।