ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫ ২১:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৩ বার


শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকার একটি শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ৯টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া কোনো হতাহত অথবা ভবনে কেউ আটকে পড়েছে কিনা এই বিষয়গুলো এখনো জানা যায়নি বলেও জানান তিনি। 


   আরও সংবাদ