ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015
আন্তর্জাতিক লিও ইয়ুথ ক্যাম্পে

লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির “রানার্স আপ” ট্রফি অর্জন

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২৫ বার


লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির “রানার্স আপ” ট্রফি অর্জন

স্টাফ রিপোর্টার

লিও নেতৃত্ব, দক্ষতা ও তারুণ্যের শক্তিকে আরও শানিত করার লক্ষ্যে গত ২৫ থেকে ২৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত গাজীপুরের ভাওয়ালবদর এলাকার গ্রিনটেক রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব ক্যাম্প “Lions International Leo Youth Camp – RESOURGE 2025”।

এই আন্তর্জাতিক মানের ক্যাম্পে দেশের বিপুল সংখ্যক লিও সদস্য অংশগ্রহণ করেন। নেতৃত্ব বিকাশ, দলগত দক্ষতা, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।

বিভিন্ন ক্রীড়া ও প্রতিযোগিতামূলক ইভেন্টে দক্ষতা ও শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে ক্লাবটি। পাশাপাশি সামগ্রিক পারফরম্যান্স, দলগত নেতৃত্ব ও কার্যকর অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ক্যাম্পে চ্যাম্পিয়ন হওয়ার সম্মান অর্জন করে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, যা ক্লাবটির জন্য এক গৌরবময় ও স্মরণীয় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রানার্স আপ ট্রফি গ্রহণ করেন লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় তিনি ক্লাবের সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্ব ও তারুণ্যের শক্তির প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ক্যাম্পের বিভিন্ন আয়োজনে উপস্থিত ছিলেন GAT Area Leader CA 6K লায়ন কাজী সাইফুল ইসলাম, ডিস্ট্রিক্ট গভর্ণর ২০২৫–২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. কাজী মাজহারুল ইসলাম দোলন এমজেএফ, ক্যাম্প এ্যাডভাইজার আবুল বাশার মিন্টু এবং লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ২০২৫–২৬ লিও মো: শাওন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক এই যুব ক্যাম্প লিওদের নেতৃত্ব, বন্ধুত্ব ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অতিথিবৃন্দ।


   আরও সংবাদ