স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৫ বার
চট্টগ্রামের ক্রিকেটভক্তদের জন্য এলো এক দুঃখজনক খবর। চলতি আসরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে না। শুরুতে সূচিতে থাকলেও শেষ পর্যন্ত ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে বন্দরনগরী।
প্রাথমিক সূচি অনুযায়ী সিলেট পর্ব শেষে চট্টগ্রামে ম্যাচ আয়োজনের কথা ছিল।
এরপর টুর্নামেন্ট ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই পরিকল্পনায় বড় পরিবর্তন এনেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বর্তমানে সিলেটে চলছে বিপিএল। সেখানে ম্যাচ আয়োজনের কথা ছিল ২ জানুয়ারি পর্যন্ত।
তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ৩০ ডিসেম্বরের ম্যাচ স্থগিত করে তা ৪ জানুয়ারি নির্ধারণ করা হয়। এরপর পুরো সূচি নতুন করে সাজানোর ঘোষণা দেয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
আগে জানানো হয়েছিল, ৫ থেকে ১২ জানুয়ারি চট্টগ্রামে বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়োজকরা।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘টুর্নামেন্টকে এখন দুই ভেন্যুতে সীমাবদ্ধ রাখতে হচ্ছে। এ জন্য আমরা চট্টগ্রামের দর্শক ও সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ করছি।’
নতুন সূচি অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত সব ম্যাচ হবে সিলেটেই। এরপর ১৩ জানুয়ারি ছয়টি দল ঢাকায় ফিরে যাবে। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব।
আগের পরিকল্পনা অনুযায়ী ২৩ জানুয়ারি ঢাকাতেই ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে।
এই পরিবর্তনের ফলে বড় বৈষম্য তৈরি হয়েছে ভেন্যু বণ্টনে। ঢাকায় যেখানে ১০টি ম্যাচ হওয়ার কথা। সেখানে সিলেটে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪টিতে। অথচ চট্টগ্রামে এবার বিপিএলের একটি ম্যাচও আয়োজন করা হচ্ছে না।
উল্লেখ্য, শুরুতে বিপিএলের ভেন্যু সংখ্যা তিন থেকে বাড়িয়ে চারটি করার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা উল্টো কমে দাঁড়াল মাত্র দুই ভেন্যুতে। এতে হতাশ হয়েছেন চট্টগ্রামের ক্রিকেটপ্রেমী দর্শকরা, পাশাপাশি ঘরের মাঠে খেলতে না পারায় চট্টগ্রাম রয়্যালসও পড়েছে বাড়তি চাপের মুখে।