স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৭ বার
নির্ধারিত সময়ের লড়াই শেষে স্কোরলাইন ছিল ১-১ সমতা। মনে হচ্ছিল ম্যাচটি হয়তো টাইব্রেকার পর্যন্ত গড়াবে। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের নাটকীয়তায় ঘুরে দাঁড়াল আফ্রিকার সাতবারের চ্যাম্পিয়ন মিসর।
অধিনায়ক মোহামেদ সালাহর নান্দনিক গোল এবং ইয়াসের ইব্রাহিমের নৈপুণ্যে বেনিনকে ৩-১ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফারাওরা।
মরক্কোর মারাকেশে ম্যাচের শুরু থেকেই ছিল সেয়ানে সেয়ানে লড়াই। দুই দলের রক্ষণভাগের শক্ত অবস্থানের কারণে প্রথমার্ধে কোনো গোল আসেনি। মিসরের প্রাণভোমরা মোহাম্মদ সালাহকে কড়া পাহারায় রেখেছিল বেনিনের ডিফেন্ডাররা, ফলে ম্যাচের অনেকটা সময় তাকে মাঠের লড়াইয়ে ভুগতে দেখা যায়।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬৮তম মিনিটে ডেডলক ভাঙেন মিসরের মারওয়ান আতিয়া।
বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো শট সরাসরি গোলপোস্টের কোণ দিয়ে জালে জড়ায়। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ফারাওরা। কিন্তু ম্যাচের শেষ দিকে ৮৩ মিনিটে ভাগ্যের ফেরে গোল হজম করতে হয় তাদের। জুনিয়র অলাইটানের একটি ক্রস মিসরের রক্ষণভাগের গায়ে লেগে দিক পরিবর্তন করলে সুযোগ সন্ধানী জোডেল দোসু তা জালে পাঠিয়ে বেনিনকে ১-১ সমতায় ফেরান।
ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে দুই দলই সাবধানী ফুটবল খেলতে শুরু করে। তবে অতিরিক্ত সময়ের শেষ দিকে মিসরের অভিজ্ঞতার কাছে হার মানতে হয় বেনিনকে। একটি সেট পিস থেকে ইয়াসের ইব্রাহিম দারুণ এক স্ট্রেচিং শটে গোল করে মিসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে আসে সেই মাহেন্দ্রক্ষণ। দ্রুতগতিতে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জাদুকরী 'কার্লিং শটে' লক্ষ্যভেদ করেন সালাহ।
লিভারপুল তারকার এই নান্দনিক গোলের সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায় মিসরের অবিস্মরণীয় জয়।
এই পরাজয়ে ২০১৯ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা হলো না বেনিনের। অন্যদিকে, শেষ আটে পা রাখা মিসরকে এখন আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট অথবা বুরকিনা ফাসো।