ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৩ বার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটি বিভাগের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, ছাত্রদল সমর্থিত প্রার্থীরা হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছেন, তবে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে আছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে অবস্থিত অডিটোরিয়ামে (কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে) আংশিক ফলাফল প্রকাশ করা হয়। এখন পর্যন্ত চারটি কেন্দ্রের মোট ফলাফল: ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে: রিয়াজুল ইসলাম (শিবির): ৪২৭, একেএম রাকিব (ছাত্রদল): ৩৯৪, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে: আব্দুল আলিম আরিফ (শিবির): ৩৮৫, খাদিজাতুল কুবরা (ছাত্রদল): ২০৫, এডিশনাল জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে: মাসুদ রানা (শিবির): ৪০৫, তানজিল (ছাত্রদল): ৩২১, বিভাগভিত্তিক ফলাফলের বিস্তারিত: ভূগোল ও পরিবেশ: ভিপি: রিয়াজুল ইসলাম ১০০, একেএম রাকিব ৯১ জিএস: আব্দুল আলিম ৯০, দিজাতুল কুবরা ৪৫ এজিএস: মাসুদ রানা ৯৮, তানজিল ৪৫ নৃবিজ্ঞান: ভিপি: রিয়াজুল ইসলাম ১২৮, একেএম রাকিব ১১৮ জিএস: আব্দুল আলিম ১২৩, খাদিজাতুল কুবরা ৭৩ এজিএস: মাসুদ রানা ১০২, তানজিল ১২৬ লোক প্রশাসন: ভিপি: রিয়াজুল ইসলাম ১২২, একেএম রাকিব ১৩২ জিএস: আব্দুল আলিম ১২৩, দিজাতুল কুবরা ৬২ এজিএস: মাসুদ রানা ১৩০, তানজিল ১০৬ ফার্মেসি: ভিপি: রিয়াজুল ইসলাম ৭৮, একেএম রাকিব ৫৩ জিএস: আব্দুল আলিম ৮৩, খাদিজাতুল কুবরা ২৬ এজিএস: মাসুদ রানা ৭৮, তানজিল ৪৫ ভোট পেয়েছেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম জানান, দুটি মেশিনে দুই রকম ফলাফল দেওয়ায় ভোট গণনা বন্ধ রাখা হয়।
পরে নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মধ্যরাত রাত সাড়ে ১২টার পর ভোট গণনা শুরু হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়।
মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। তবে নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটারও ভোট দিয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।
নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
জকসু নির্বাচন কমিশনের তথ্য বলছে, নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৬৫ জন। এতে মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। সেগুলো, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’। এ ছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থীও অংশ নেন।