ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬ ০৯:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার
মোবাইল ফোন ব্যবসায়ীরা ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছে।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে।
এতে বলা হয়, চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই খাতের সঙ্গে দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক সরাসরি যুক্ত।
মোবাইল ব্যবসা খাতে সারাদেশে ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহ হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়ে বিনিয়োগ করেছে। এতদিন এই খাত থেকে ব্যাংকগুলো নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে কিস্তি আদায় করেছে, কারণ আমাদের ব্যবসা ছিল সচল, বৈধ এবং ধারাবাহিক। বর্তমানে যে আন্দোলন চলছে, তার কারণে সারাদেশে মোবাইল ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ। ব্যবসা কার্যত সম্পূর্ণ স্থবির।
আয় নেই, লেনদেন নেই, স্বাভাবিক কার্যক্রম নেই। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলোর কোনো গ্রহণযোগ্য সমাধান এখনো আসেনি। এই বাস্তবতায় আমাদের পক্ষে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করা সম্ভব নয়।
‘এ কারণে আমরা মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ, চলমান আন্দোলন ও দোকানপাট বন্ধ কর্মসূচি চলাকালীন সব প্রকার ব্যাংক ঋণের বিপরীতে কিস্তি পরিশোধ বন্ধ রাখার ঘোষণা দিচ্ছি।
’
এতে আরও বলা হয়, এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন, বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যবসার বৈধতা, স্থায়িত্ব ও অর্থনৈতিক সক্ষমতা যাচাই করে। আমাদের এই খাত সেই যাচাই প্রক্রিয়া পেরিয়েই ব্যাংক ঋণ পেয়েছে। অর্থাৎ আমরা অবৈধ নই, আমরা অনানুষ্ঠানিক নই, আমরা কোনো ছায়া অর্থনীতির অংশ নই।
আজ যারা আমাদের অবৈধ বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, এই শিল্পে ব্যাংকগুলোর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগই আমাদের বৈধতার সবচেয়ে বড় প্রমাণ।
ব্যবসা বন্ধ রেখে, দোকান বন্ধ রেখে, আয়ের পথ বন্ধ রেখে কোনো ঋণ পরিশোধ করা সম্ভব নয়।
আমাদের দাবি খুব স্পষ্ট, ন্যায্য সমাধান চাই। সমাধান এলেই ব্যবসা চলবে, ব্যবসা চললেই ব্যাংক কিস্তি চলবে।