ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫ ০৯:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১১ বার
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নারায়ণ (১২), আনন্দ(১২) উভয় সাং- মামাতপুর, থানা পোরশা, নওগাঁ তারা সাপাহার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণীর ছাত্র। তাদের পরীক্ষা চলছে। বৃষ্টির কারনে রাস্তায় কোন যানবাহন নেই । রাস্তার ধারে দাড়িয়ে ভিজে ভিজে অটোরিকশার জন্য অপেক্ষা করছে। সকাল ০৮ টায় তাদের পরীক্ষা। সময় শেষ। পোরশা থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর ছিদ্দিক পুলিশ সরকারি কাজে পোরশা থেকে সাপাহার যাওয়ার পথে তাদের দেখতে পেয়ে গাড়িতে নিয়ে পরীক্ষার হলে নামিয়ে দেন। এতে নারায়ণ ও আনন্দ বেশ খুশি। তারা আজ পরীক্ষায় ভালো করবে এবং বড় হয়ে মানুষের উপকার করবে বলে জানায়।
অনেক খারাপ মানুষের ভীড়ে এখনো অনেক ভাল মানুষ আছে। মানবতা বেঁচে থাকুক আজীবন!
এমন মানবিক কাজের জন্য সেলুট আপনাকে