ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাবনায় গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৮ বার


 পাবনায় গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি  (এনসিপি)-এর উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

 

 বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পাবনা শহরের চাপা মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

 

মিছিল পরবর্তী সমাবেশে সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মুজলিশে সুরার অন্যতম সদস্য ও পাবনা পৌর সভার মেয়র পদ প্রার্থী ও পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি এস. এম. সোহেল, পৌর জামায়াতে আমীর উপাধাক্ষ আব্দুল লতিফ ,  সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব প্রমুখ। 

 

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা জামায়াতে নায়েব আমীর মাওলানা খন্দকার জাকারিয়া হোসাইন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ইকরামুল হক,  জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি মোঃ নাছির উদ্দীন নাছিম, শহর শিবিরের সভাপতি গোলাম রহমান জয় । 

 

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন , “গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা  বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। যেখানে বাকস্বাধীনতা ও সভা-সমাবেশের অধিকার হরণ করা হয়, সেখানে কোনো গণতন্ত্র থাকে না। আজ দেশের প্রতিটি মাঠে-ময়দানে অন্যায়ের প্রতিবাদে জনতার জাগরণ শুরু করেছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগ আজ সন্ত্রাসের প্রতীক হয়ে উঠেছে। এদের হাতে এখন শুধু হামলা আর রক্ত। আমরা দেশপ্রেমিক জনতা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব।  আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের শাস্তির দাবি করছি। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 


   আরও সংবাদ