ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২১ জুলাই, ২০২৫ ০৯:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১৪ বার


পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - নওগাঁর পত্নীতলায় সড়কে দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাকে পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পত্নীতলা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার ভোরে উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের কঞ্চিপুকুর এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা আম বোঝাই ট্রাকে পেছনদিক থেকে আসা অপর একটি আম বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এসময় উভয় ট্রাকে থাকা ৬ জন আহত হয়। দুর্ঘটনা কবলিত গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আফসার আলী (৪০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়।

নিহত ট্রাক চালক আফসার আলীর বাড়ি গাজীপুর জেলায়। আহত অন্যান্যরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, দুটি ট্রাকই সাপাহার থেকে আম নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
 


   আরও সংবাদ